মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনীর শানঘাট গ্রামের দাড়িপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- গাংনী উপজেলার শানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী ও স্কুল শিক্ষিকা আসমাইল হোসেন জাকিয়া ওরফে ইলমা (৪৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বোয়ালমারী গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী তিন সন্তানের জননী জোসনা খাতুন (৫০)।
স্থানীয়রা জানান, শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির ছেলে ওহিদুল ইসলাম এবং তার ভাই জাহিদুর রহমান ও তাদের বোন জোসনা খাতুনের মধ্যে শরিকানা জমি নিয়ে মামলা চলছিল। আজ সকালে ওই জমির পুকুরে পোনা মাছ ছাড়ছিলেন জাহিদুর রহমান তার স্ত্রী ও বোনের সঙ্গে।
এসময় ওহিদুল ইসলাম মহিবুল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইলমা ও জোসনা মারা যান। আহত অবস্থায় জাহিদুর ও শামীমাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও গাংনী থানার ওসি তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং হত্যাকারীদের আটকে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে স্থানীয়রা আশা করছেন।