কুড়িগ্রামে মহানবী (সাঃ)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১২অক্টাবর)সকালে শাহীন আলম নামের এক যুবক তার ফেইসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে একটি পোস্ট দিলে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরলে এলাকার মুসল্লীগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একই দিন কটুক্তি কারীকে গ্রেফতারের দাবিতে, রাজারহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ জনগণ। পরবর্তীত কটুক্তির ফেইসবুক পোস্টটি জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের দৃষ্টিগোচর তাৎক্ষণিকভাবে তার নির্দেশে প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত কটুক্তি কারী শাহীন আলমকে কুড়িগ্রাম সদর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনার সাথে জড়িত লাভলু মিয়া নামের আরো একজনকে উলিপুর উপজেলার মন্ডলের হাট এলাকা থেকে বিকাল সাড়ে ৪ টায় গ্রফতার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের খবর মুসল্লিদের মাঝে পৌঁছিলে পরিস্থিতি শান্ত হয়। মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী শাহীন আলম (২৮) রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপনচকি গ্রামের মো: রফিক মিয়ার ছেলে এবং লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলর হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিদা।
এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা বলেন, ঘটনার সাথে আরো কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত দুই যুবককে গ্রফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।