বিশিষ্ট চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী বলেছেন, ডেঙ্গু দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ইতোমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকের প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, ডেঙ্গু মশা মূলত স্বচ্ছ পানিতে জন্ম নেয়, তাই দীর্ঘদিন ধরে কোথাও স্বচ্ছ পানি জমিয়ে রাখা উচিত নয়। ডেঙ্গু আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা উচিত, দেরি করলে রোগীর বড় ধরনের ক্ষতি হতে পারে।
তিনি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের জিইসি মোড়স্থ পেনিনসুলা হোটেলের হল রুমে চিটাগাং ডক্টর্স একাডেমির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. এম এ হাসান চৌধুরী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশে মশা বেশি জন্মায়, তাই আমাদের সবার উচিত নিজেদের এলাকা ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখা। কোন এলাকায় মশার উপদ্রব বেশি এবং সে অনুযায়ী কোন ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে, তা সঠিকভাবে নির্ণয় করে ব্যবস্থা নিতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন চিটাগাং ডক্টর্স একাডেমির সভাপতি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু তসলিম। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. মো. এরশাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ইউএসটিসির নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, এবং কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবদুর রব।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিটাগাং ডক্টর্স একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ এ এম রায়হান উদ্দিন। সেমিনারের ধন্যবাদ জ্ঞাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সহকারী বিপণন কর্মকর্তা সুরঞ্জিত বৈদ্য।
এ ধরনের উদ্যোগ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরা।