সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম পটিয়া পৌরসভার ময়লার ডাম্পিং, স্থানীয়দের প্রতিবাদ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-18 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 237
স্কেবেটর দিয়ে ডাম্পিং গাটার তৈরি
স্কেবেটর দিয়ে ডাম্পিং গাটার তৈরি

পটিয়া বাইপাস সড়কের পাশে স্থাপিত ডাম্পিং স্টেশনটি এলাকার মানুষের জন্য পরিবেশগত ক্ষতি ও অসুবিধা সৃষ্টি করছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। উল্লেখিত এলাকার চারপাশে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের বসবাস রয়েছে, যার মধ্যে মির্জা আলী শাহ দাখিল মাদ্রাসা, একটি মসজিদ, এতিমখানা, হেফজখানা এবং সনাতনী সম্প্রদায়ের মন্দির রয়েছে। 

স্থানীয়দের দাবি, এই এলাকাটি দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক সংযুক্ত থাকায় দৈনিক হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এমন পরিস্থিতিতে ময়লার ডাম্পিং স্টেশন এলাকার পরিবেশের জন্য হুমকি ও যাতায়াতকারী মানুষের জন্য বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়, ২০২৩ সালে জনাব জমির উদ্দিন ভুলুর পারিবারিক জায়গা কমিশনার শফির সহায়তায় পৌরসভার ডাম্পিং স্টেশন হিসেবে ভাড়া দেওয়া হয়, যা স্থানীয় বাসিন্দারা জানতেন না। সম্প্রতি ওই জায়গায় ময়লা ফেলতে দেখে স্থানীয় জনগণ প্রতিবাদ করে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

স্থানীয় সমাজকর্মী আশিকুল মোস্তাফা তাইফু জানান, স্থানীয় জনগণ এই এলাকায় ময়লার ডিপো মেনে নেবে না এবং প্রশাসনের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং ভাটিখাইন মৎস্য কর্মকর্তাকে অবহিত করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।