বৃহস্পতিবার   জানুয়ারী ৯ ২০২৫   ২৬  পৌষ  ১৪৩১


মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনায় আটক দুই জন

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-18 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 55
দুইজন চুর পুলিশ হেফাজতে

নগরের এনায়েত বাজারের শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. লিয়াকত আলী খান।

গ্রেপ্তার দুজন হলেন মো. জাহিদুল আলম সানি (২০) এবং মো. হেলাল (২৪)।

পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দিতে আসেন। এসময় মন্দিরের টিনের গেট খোলা এবং মন্দিরের ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। মন্দিরের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনায় দুটি দানবাক্সে চুরির বিষয়টি নিশ্চিত হন। দানবাক্সে আনুমানিক ৭০ হাজার টাকা ছিল।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকলিয়া থানার মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে চুরির সঙ্গে জড়িত মো. জাহিদুল আলম সানিকে (২০) এবং একই থানার আলম কুঠির এলাকা থেকে মো. হেলালকে (২৪) গ্রেপ্তার করা হয়।

উপ-কমিশনার (ডিসি) মো. লিয়াকত আলী খান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চুরির বিষয়টি স্বীকার করেছে। তাদের গ্রেপ্তারের সময় আসামি হেলালের হেফাজত থেকে নগদ ৪ হাজার ৩০০ টাকা এবং জাহিদুলের হেফাজত থেকে ২শ’ টাকা জব্দ করা হয়।