চট্টগ্রামে তিনটি থানার ওসিসহ, পুলিশ কমিশনার এর পদত্যাগের দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্রআন্দোল,
চট্টগ্রাম জামালখান এলাকায় শুক্রবার মধ্যেরাতেই শেখ হাসিনার সমর্থনে মিছিরকারীদের গ্রফতারের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরের দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে এ আল্টিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলন কারিরা।
শুক্রবার(১৮ই অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ২০-৩০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন তরুণ ছিলেন। যাদের মুখ মুখোশে ঢাকা ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও তার দোসরদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে দেশের মাটিতে এখনো শহীদদের রক্ত মিশে আছে সে মাটিতে আওয়ামিলীগ ছাত্রলীগ-যুবলীগ খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত যেহেতু ছাত্রলীগ-যুবলীগের আওয়ামী লীগ খুনি-সন্ত্রাসীদের পুলিশ আইনের আওতায় নিয়ে আসতে পারেনি তাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলন এর সমন্নয়করা ৷
জামালখানে খুনি শেখ হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে যদি প্রশাসন আইনের আওতায় আনতে না পারে তাহলে চকবাজার, কোতোয়ালী এবং পাঁচলাইশ থানার ওসিকে পদত্যাগ করতে হবে। একইসাথে সিএমপি কমিশনারকেও প্রত্যাহার করতে হবে। যদি না হয় আমরা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।