টাঙ্গাইলের সখীপুরে পিডিবি’র ৫০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত শনিবার গভীর রাতে সখীপুর- বেতুয়া- তেজপুর আঞ্চলিক সড়কের সিকদার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সখীপুর পিডিবি কর্তৃপক্ষ ও স্থানীয় লাকজন জানায়, দুই সপ্তাহ আগে সড়কের পাশে ৫০ কেভি ক্ষমতা সম্পন্ন এ ট্রান্সফরমারটি বসানো হয়েছিল।
স্থানীয় লোকজন বলছেন, শনিবার রাত ১টার দিক হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তাদের ধারণা ওই সময়ই এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আরো জানায়, যারা এ কাজে দক্ষ তারা ছাড়া ট্রান্সফরমার নামানোর ক্ষমতা অন্য কারো নাই। এ ঘটনায় বিদ্যুতের কেউ জড়িত থাকতে পারে। এছাড়া- এ ট্রান্সফরমারের এক পাশেই কাজ করে বাশের কাজ করা লোকজন, অন্যপাশে ছিলো দূর থেকে আসা শুকর পালনের কয়েকজন রাখাল। দীর্ঘ সময় নিয়ে ট্রান্সফরমারটি কট করে উপর থেকে নিচে নামিয়ে ফেলে চোরের দল। অথচ কারো চোখেই পড়ল না?
স্থানীয় বাসিন্দা আঃ বাছেদ মিয়া বলেন, সখীপুর বাজারে ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই ট্রান্সফরমারের নিচে কয়েকজন লোক দেখতে পাই। তাঁদেরকে সখীপুর বিদ্যুৎ অফিসের লোকজন ভেবে বাড়ি চলে আসি।
সখীপুর উপজেলা পিডিবি’র উপ-সহকারী প্রকৌশলী রাসেল রানা (বিক্রয় ও বিতরণ) ট্রান্সফরমার চুরির ঘটনাটি স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। শীঘ্রই ওই স্থানে আরেকটি ট্রান্সফরমার বসানো হবে।