পটিয়া বাইপাস সড়ক চুরি ও ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আগে রাতে এসব ঘটনা ঘটলেও এখন দিনের বেলাতেও তা বেড়ে গেছে, যা প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার কারণে সম্ভব হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে দিনেদুপুরে বাইপাসে অটোরিকশা ছিনতাই এবং ব্যাটারি চালিত রিকশা চুরি, যাত্রী সেজে রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। অফিসগামী মানুষদের পথরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনাও প্রায়শই শোনা যাচ্ছে। আশপাশের দোকান ও বাড়িতে চুরিও এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
আজ (২১ অক্টোবর, ২০২৪) দুপুর ২টায় ৬ নং ওয়ার্ডের দক্ষিণঘাটাস্থ হোসেন মার্কেটের তালুকদার ফার্মেসিতে চুরির সময় এক যুবককে স্থানীয় জনগণ ধরে ফেলে। পরে তাকে স্থানীয়ভাবে চিহ্নিত গ্যাং-এর সদস্য হিসেবে শনাক্ত করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, তিন মাস আগেও একই ফার্মেসি ও বিকাশের দোকানে দিনে-দুপুরে প্রায় ২ লাখ টাকার চুরি হয়েছিল। এছাড়া, গত সপ্তাহে করল স্কুলে সন্ধ্যায় চোরের দল ল্যাপটপ চুরি করে নিয়ে যায়, যার অভিযোগ থানায় করা হয়েছে।
স্থানীয়দের দাবি, বাইপাস সড়কের দক্ষীনঘাটা থেকে ভাটিখাইন ও কচুয়াই এলাকা পুরোপুরি চোরদের দখলে রয়েছে। বাইপাস সড়ক প্রতিদিনই কোনো না কোনো গাড়ি দুর্ঘটনা, চুরি, গরু চুরি, ছিনতাই বা ডাকাতির ঘটনায় শিরোনামে থাকে। সাধারণ মানুষ থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানায়। এই পরিস্থিতিতে স্থানীয়রা কঠোর প্রশাসনিক অভিযানের দাবি জানিয়েছেন এবং বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন।