রাজধানীর মিরপুর মডেল থানায় হামলা ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়, যেখানে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় হামলা ও অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই, এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার রাত ১টা ১৫ মিনিটে ব্যারিস্টার সুমন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, "আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।"
আজই এই রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেবেন আদালত।