সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁয় বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই উপহার পেলো ৮প্রতিষ্ঠান

মোঃ আরাফাত আলী

Updated 24-Oct-22 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 18
সংগৃহীত

গত ২০অক্টোবর (রবিবার) বিকেল চারটার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আটটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪ হাজার ১৭১টি বই তুলে দেওয়া হয়।

বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো নওগাঁ সদর উপজেলার প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বাছারীগ্রাম উচ্চবিদ্যালয়, মহাদেবপুর উপজেলার হাজী ধনেজ উচ্চবিদ্যালয়, মান্দার বনগ্রাম ইসলামী ও বিজ্ঞান পাঠাগার এবং বৈদ্যপুর উচ্চবিদ্যালয়, নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা ও রামনগর উচ্চবিদ্যালয়।

বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রানীনগর সরকারি কলেজের প্রভাষক বেলায়েত হোসেন, নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি খালেকুজ্জামান আনসারী, নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক ও আশার আলো বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক।