বৃহস্পতিবার   মে ২২ ২০২৫   ৮  জ্যৈষ্ঠ  ১৪৩২


মারা গেলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-22 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 54
মৃত তসলিমা নাসরিন
মৃত তসলিমা নাসরিন

আবারও আলোচনায় ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আলোচিত এই লেখিকার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তাকে ‘মৃত’ হিসেবে দেখা গেছে। অর্থাৎ তার প্রোফাইলে ঢুকলেই লেখা আসছে ‘রিমেম্বারিং তসলিমা নাসরিন’। যা শুধুমাত্র মৃত ব্যক্তিদের ব্যাপারে লেখা হয়। 

আজ সোমবার তসলিমা নাসরিনের অ্যাকাউন্টে গিয়ে আইডিটি ‘রিমেম্বারিং’ দেখা গেছে। তবে তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি অ্যাকটিভ রয়েছে। রাত ৯টার দিকেও সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। 

এর আগেও ২০২২ সালে ফেসবুক তসলিমা নাসরিনের অ্যাকাউন্ট রিমেম্বারিং করেছিল। এক্স এ পোস্ট করে তাকে জানাতে হয়েছিল যে তিনি জীবিত আছেন। তবে এবার এখনো তেমন কোনো বার্তা দেননি এই লেখিকা।