স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়ন যুবদলের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে তাফালবাড়ী বাজার সংলগ্ন প্রাইমারি স্কুলের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইব্রাহীম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলামিন খান এবং সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন,যুবদল নেতা কামরুল হোসেন,ছাত্রদলের সাবেক নেতা, মামুন হাওলাদার ও আলমগীর হোসেন প্রমূখ।
সভায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন পরিকল্পনা এবং কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়।