বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুরে র্যালিও আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা যুবদল।
রবিবার বিকালে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এর নেতৃত্বে মেহেরপুর শামসুজ্জোহা পার্ক থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে জেলা যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে।
মিছিল শেষে শামসুদ্দোহা পার্কে আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, আজকের মিছিলে অংশগ্রহণের মধ্য দিয়েই বোঝা যায় যুবসমাজ ঘুরে দাঁড়ালে সবকিছু পরিবর্তন করা সম্ভব। ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের সমস্ত কিছু লুটপাট করে খেয়েছে। তাদের দোসরদের কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। দলে অনুপ্রবেশকারীদের কোন স্থান দেওয়া যাবে না।