নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। রবিবার নিয়ামতপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিগত আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. সালেক চৌধুরী। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন এবং রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। এছাড়াও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনিরুল তালুকদার এই ক্যাম্পে ফ্রি চেকআপ, রক্ত পরীক্ষা, ডায়বেটিস চিকিৎসাসহ ফ্রি ওষুধ বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনজুর রহমান। সঞ্চালনায় ছিলেন মো. মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, মো. শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, মো. মেহেদী হাসান, মো. মোবাশ্বের হোসেন চৌধুরী, আব্দুল মতিন ও মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।