সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টেকনাফে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Shahin Alam

Updated 24-Oct-27 /   |   টেকনাফ (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি   Read : 61

কক্সবাজারের টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বৃহৎ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিহাদের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। 

'বীরের বেশে দেশে ফিরবেন তারেক রহমান উল্লেখ করে বিএনপি নেতা আবদুল্লাহ বলেন,'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তিনি দ্রুত দেশে ফিরবেন। তাঁর নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে এবং করবে।' 

তিনি বলেন,'এদেশে আাগামীতে যুব সমাজের নেতৃত্বে নির্বাচনে প্রধানমন্ত্রী হবে দেশ নায়ক তারেক রহমান। তাঁর নেতৃত্বে জাতীর বৈষম্য দূর হবেই। আর যারা টেকনাফ থেকে নেতৃত্ব শূন্য করতে চায়, তাদের দেখিয়ে দেবে এই যুব সমাজ। তাছাড়া ফ্যাসিবাদ আওয়ামী সরকার মাদকের তকমা দিয়ে সীমান্ত শহর টেকনাফে বিনষ্ট করেছে।' 

এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বিএ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আহমদ ও যুবনেতা ও ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রমুখ।।