কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামে রাতের বেলা চুরির উদ্দেশ্যে ধরা পড়েছে এক মহিলা। জানা যায়, গত রাত ৪টা সময় ওই মহিলা গরু চুরি ও মুরগির খামার থেকে ডিম চুরির চেষ্টা করছিল। তাকে হাতেনাতে ধরে স্থানীয় লোকজন।
ধরা পড়ার পর মহিলা তার পরিচয় দেয় খরমপট্টির বকুল তলা এলাকার বাসিন্দা হিসেবে। এলাকাবাসীর অভিযোগ, এই মহিলা ভিক্ষুকের ছদ্মবেশে এলাকায় ঘোরাফেরা করে এবং সুবিধাজনক সময়ে ঘর খালি পেলে চুরির কাজে লিপ্ত হয়।
এলাকাবাসীকে সতর্ক থাকতে এবং এ ধরনের অপরাধীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।