সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম কর্ণফুলীতে পুলিশ পোশাকে চুরি করা ৪ গরু চোর গ্রেফতার

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-28 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 44
গরু চুর
গরু চুর

চট্টগ্রামে পুলিশের পোশাক পরে একটি খামারে গরু চুরির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গতকাল রোববার রাতে কর্ণফুলীর শিকলবাহা এলাকার শাহ অহিদিয়া ডেইরি ফার্ম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী শিকলবাহার পেঠান আলীর ছেলে আরমান (২৪), পটিয়ার কোলাগাঁও এলাকার রফিক আহমেদের ছেলে মো. হাসেম (২৩), একই এলাকার ওবাইদুল হকের ছেলে নাঈম উদ্দিন সুমন (২৩) এবং জিরি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. ফারহাদ বিন আজিজ (২৩)।

শনিবার রাতে পুলিশি পোশাক পরে অভিযুক্তরা শাহ অহিদিয়া ডেইরি ফার্ম থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ফার্মের মালিক মো. ইকবাল বাহার থানায় অভিযোগ করেন। পরদিন রাতে ফার্মে পাহারা দেয়ার সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “শনিবার রাতে পুলিশি পোশাক পরে গরু ডাকাতির অভিযোগ পেয়েছিলাম। পরদিন সেই একই জায়গায় চারজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। এর মধ্যে আরমানের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।”