চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জমির উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, জমির উদ্দীন বর্তমানে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত।
ঘটনাটি ঘটে আজ সন্ধ্যার দিকে চৌধুরী বাড়িতে। এ সময় জমির উদ্দীন তার স্ত্রী বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করেন এবং একইভাবে তার মাকেও হত্যার চেষ্টা চালান বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান, ঘটনার পর জমির উদ্দীন চৌধুরীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার এই নির্মমতা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।