সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়: বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-01 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 87
কর্কসবাজার
কর্কসবাজার

কক্সবাজার: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না, কারণ এটি জনগণের অধিকার ও রাষ্ট্রের মূল ভিত্তি। শুক্রবার (১ নভেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও গণতন্ত্রকে এগিয়ে নেয়।” 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম এ সময় বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের পক্ষে কাজ করতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য সাংবাদিকরা।