সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কিশোরগঞ্জের হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের সর্বস্ব পুড়ে ছাই

Md Mitun Mia

Updated 24-Nov-01 /   |   কিশোরগঞ্জ (কিশোরগঞ্জ) সদর উপজেলা প্রতিনিধি   Read : 57
হোসেনপুর বাজার থেকে নেওয়া

আজ ৩১ অক্টোবর, মঙ্গলবার, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মিষ্টি পট্টি মেইন রোডের বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে রাত আনুমানিক ৩:৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফিরোজা মেডিকেল হল পর্যন্ত পৌঁছে, ফলে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এই দোকানগুলোতে হার্ডওয়্যার, মনোহারী, ফার্মেসি এবং হোটেলের মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

অগ্নিকাণ্ডের সময় সব ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলেন। সকালবেলায় এসে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকে শোক ও হতাশায় আহাজারি করতে থাকেন। আগুনের ফলে অনেক ব্যবসায়ী তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন এবং অনেকে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এতে করে অনেকে পথে বসে গেছেন এবং তাদের জীবনের শ্রম ও উপার্জন এক নিমেষে শেষ হয়ে গেছে।