কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ৯টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ শহরের হাবিব নগর বাইপাস মোড়ে সোহাগের মালিকানাধীন ‘ঘাস ফড়িং’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, সোহাগের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রমে অংশগ্রহণ এবং তার নেতৃত্বে বেশ কিছু কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, যা বর্তমান আইনের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।