দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০ টায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম প্রমুখ