সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


রাজশাহীতে পুকুর থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

Mahmud

Updated 24-Nov-02 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 70
পুকুরে ভাসমান মৃতদেহ
পুকুরে ভাসমান মৃতদেহ

রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি বড় পুকুর থেকে এক যুবকের ভাসমান মৃ'তদে'হ উদ্ধার করা হয়েছে। মৃ'ত যুবক সঞ্জিত দাস গনা (৪২), তিনি সাগরপাড়ার বাসিন্দা এবং মৃ'ত কালীপদ দাসের সন্তান।

শনিবার সকালে স্থানীয়রা সঞ্জিতের মৃ'তদে'হ কাউয়ুম ডাক্তারের পুকুরে ভাসতে দেখে। পরে তারা রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং মৃ'তদে'হ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা অনুযায়ী, যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়নি।