সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-04 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 59
মোর্শেদ
মোর্শেদ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম রায়হান ফেরদৌস ওরফে মোর্শেদ (২৪)। তার কাছ থেকে একটি এক নলা বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর একটার দিকে বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতু সড়কস্থ পুলিশ বক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।

গ্রেপ্তার রায়হান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত আব্দুল গণির ছেলে। পুলিশ সূত্র জানায়, বাকলিয়া থানার এসআই মো. আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নতুন ব্রিজস্থ গোলচত্বর এলাকায় ডিউটিকালে একজন পথচারী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর দেহ তল্লাশিতে রায়হানের প্যান্টের পকেট থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়।

রায়হানের মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, তার আইফোনে বন্দুক ও গুলির ছবি রয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, ছবিতে দেখা আগ্নেয়াস্ত্রটি তার এবং এটি তার বসতবাড়িতে রাখা রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে সাতকানিয়া থানাধীন সাইরতলী গ্রামের বাড়ি থেকে এক নলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।