সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


টেকনাফে মুক্তিপণ দিয়ে ৯ অপহৃত কৃষকের মুক্তি

Shahin Alam

Updated 24-Nov-04 /   |   টেকনাফ (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি   Read : 64

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৯ জন কৃষক মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকালে ডাকাতদের আড়াই লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে তারা বাড়ি ফিরে আসেন।

অপহরণের শিকার মো. আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল জানান, গত শনিবার (২ নভেম্বর) করাচি পাড়ার পাহাড় সংলগ্ন এলাকায় ১০ জন কৃষক ক্ষেতের কাজ ও লাকড়ি সংগ্রহ করতে গেলে একদল সশস্ত্র ডাকাত তাদের অপহরণ করে। অপহরণের পর থেকে মুক্তিপণের দাবি করা হয়, এবং পরে কৌশলে একজন পালিয়ে আসেন। অবশেষে ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দিয়ে সোমবার সকালে বাকিরা ডাকাতদের হাত থেকে ফিরে আসেন।

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাহার হোসেন বলেন, "অপহৃতদের উদ্ধারে আমরা শুরু থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। পরিবারের মাধ্যমে জানতে পেরেছি তারা বাড়ি ফিরে এসেছেন। তবে মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।"