বুধবার (০৬নভেম্বর) নওগাঁ জেলার রানীনগর উপজেলার রেলগেট এলাকায় ঝিনা রোডে একটি গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটে।
খামারের মালিক সিরাজুল ইসলাম উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত সৌখিন মন্ডলের ছেলে। তার খামারে মোট আটটি গরু ছিলো। তিনি প্রতি রাতে খামারের পাশেই একটি কক্ষে অবস্থান করতেন গরু পাহারা দেওয়ার জন্যে। বুধবার রাত আনুমানিক দুইটার সময় একজন লোক পুলিশ পরিচয়ে সিরাজুল ইসলামকে ডাকলে তিনি সরলমনে ঘরের দরজা খুলে দেন। সাথে সাথে ১৫ জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে সিরাজুল ইসলাম এর গলায় ধারালো চাকু ধরে গামছা এবং রশি দিয়ে বেঁধে ফেলে এবং নির্মমভাবে মারধর শুরু করে। ডাকাত দল ১৫জনই মুখোশ পরিহিত অবস্থায় ছিলো। নির্যাতনের এক পর্যায়ে ডাকাতেরা সিরাজুল ইসলামকে মেরে ফেলার হুমকি দিলে, তিনি জীবন বাঁচাতে খামারের চাবি খুলে দেন। ডাকাতেরা খামারে থাকা আটটি গরুই নিয়ে যায় এবং সিরাজুল ইসলাম কে বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
রাণীনগর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিরাজুল ইসলামকে লিখিত অভিযোগ করতে বলেন। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।