সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁর রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-07 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 22

নওগাঁর রানীনগরে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৭ নভেম্বর) বিকেলে এই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে এদিন বিকেলে উপজেলা সদরের বিএনপির মোড় থেকে র‌্যালী বের করা হয়। এবং উপজেলা বাসস্ট্যান্ডে এসে র‌্যালী শেষ হয়। এরপর রাণীনগর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব এছাহক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক সভাপতি আল ফারুক জেমস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম জাকির হোসেন, নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, যুগ্ন আহ্বায়ক নওশাদুজ্জামান, শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি, উপজেলা তাতীঁ দলের সভাপতি সাইফুল ইসলাম এবং মহিলা দলের নেত্রী ফাহিমা আক্তার ও রুহি আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন