সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রাম গৃহবধূ পীপার লাশেরঃ রহস্যঘেরা মৃত্যুর জট খুলছে কর্ণফুলী পুলিশের তদন্তে

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-09 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 306
পীপার ছবি
পীপার ছবি

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আবেদীন কলোনির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দিলরুবা বেগম পীপার (৩৫) মরদেহ ৩১ অক্টোবর কর্ণফুলী শিকলবাহা খাল থেকে উদ্ধার করে পুলিশ। স্বামী আবদুল আলীম (৪০) ৩০ অক্টোবর নিখোঁজ ডায়েরি করেন, এবং পরে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন পীপার ভাই সেলিম উল্লাহ।

তদন্তের প্রথম দিকেই পুলিশ সন্দেহের তালিকায় পীপার স্বামী আলীমকে গ্রেপ্তার করে, কিন্তু তার জবানবন্দিতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পেয়ে দুই দিনের রিমান্ডে নেয়। সিসিটিভি ফুটেজ, ফোন লোকেশন এবং অন্যান্য আলামত যাচাই করে পুলিশের তদন্ত টিম আত্মহত্যার প্রাথমিক প্রমাণ পায়।

সিএনজি চালক মোশাররফ জানান, ঘটনাস্থল শাহ আমানত সেতু পার হওয়ার সময় পীপা নদীতে লাফ দেন। সিসিটিভি ফুটেজেও তা ধারণ হয়। পুলিশ সূত্র জানায়, পানির প্রবল স্রোতে পীপার পরিধেয় কাপড় এবং অন্যান্য আলামত খোয়া যেতে পারে বলে ফরেনসিক বিশেষজ্ঞরা ধারণা করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যদের সার্বিক প্রচেষ্টায় মামলায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানানো হয়।