সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


রাবিতে একমঞ্চে ইসলামি ছাত্রশিবির-ছাত্রদল, যে আহ্বান জানালো শিক্ষার্থীদের

Mahmud

Updated 24-Nov-09 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 100
লগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একমঞ্চে মতবিনিময় সভায় অংশ নিয়েছে শাখা ছাত্রদল এবং ছাত্রশিবির। শনিবার (০৯ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন কর্তৃক ‘ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া’ শীর্ষক মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। সভায় ক্যাম্পাসের ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অংশ নেয়। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের উদ্দেশ্য হলো ছাত্রদের দাবি আদায়ে কাজ করা। অতীতে ছাত্র রাজনীতি মানেই ছিল আধিপত্য বিস্তার করা ও সিট দখল করা। ছাত্রদল চায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করে রাজনীতির পরিবর্তন করতে। আমরা চাই হলে মেধার ভিত্তিতে সিট পাবে ও ছাত্ররা স্বাধীনভাবে চলাচল করবে। কোনো নেতাকর্মী অন্যায় করলে তার আইনানুযায়ী ব্যবস্থা হবে। আমরা ভুল করলে তা গণতান্ত্রিক উপায়ে ধরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা আমরাও নিষিদ্ধ চাই। তবে রাজনীতিই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণামূলক এবং শিক্ষার্থীবান্ধব রাজনীতি চাই