সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শনিবার দিবাগত রাত ২ টার দিকে করিমগঞ্জ পৌরসভার বাহাদুর এলাকা থেকে ৫৯০ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা সহ নাজিম (৪০), আফজাল (২৭) ও আ. রহিম (২০) কে আটক করে।
গ্রেফতার নাজিম করিমগঞ্জ সর্দারবাড়ির সারোয়ার হোসেনের ছেলে। আফজাল হোসেন নিয়ামতপুর গ্রামের জুবেত আলীর ও আ. রহিম জাফরাবাদের রাজকুন্তি গ্রামের হালিম উদ্দিনের ছেলে।
গ্রেফতার তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন নিশ্চিত করেছেন।