নওগাঁর আত্রাইয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামাল হোসেন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে নির্বাহী অফিসার কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আত্রাই প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, থানা প্রেসক্লাব,এবং ইউনাইটেড প্রেসক্লাব(আত্রাই) এর সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, 'যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। আত্রাই উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করি।'