কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসানুর রহমান (২৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮ টার দিকে উপজেলার রাবাইতারী এলাকা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ।
নিহত হাসানুর রহমান ওই এলাকার নজির হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত হাসানুর রহমান দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। এনিয়ে অনেকটা হতাশায় ভুকছেন তিনি। তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যা করার হুমকি দেন। রোববার রাতে পরিবারের সদস্যরা দেখতে পান হাসানুর রহমান ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। পরে ফুলবাড়ী থানার পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে যুবকের ঝলন্ত মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ কোন অভিযোগ না থাকায় যুবকের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।