শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারিজ) চক্রের নভেম্বর মাসের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৮৫ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান (বাচ্চু) এই চাল বিতরণ করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, বিভিন্ন এনজিও কর্মী এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বলেন, "এই উদ্যোগটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের জন্য সরকারের বিশেষ সহায়তা, যা তাদের জীবনযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই সকল উপকারভোগী সঠিকভাবে এই সহায়তা পেয়ে উপকৃত হোক।"
উল্লেখ্য, ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দরিদ্র মহিলাদের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ চাল সরবরাহ করা হয়, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।