সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁর নিয়ামতপুরে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী থানায় অভিযোগ দায়ের

মো: মাসুদ রানা

Updated 24-Nov-14 /   |   নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা   Read : 24
ভুক্তভোগীর কাছ থেকে সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে স্বামীর নির্যাতন সইতে না পেরে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মোসা. আনিলা আফরিন। আনিলা জানান, তার স্বামী তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং দুই-তিন দিন পরপরই তার গায়ে হাত তোলেন। এমনকি তাদের দুই বছর বয়সী সন্তানের ভরণপোষণও দেন না। অভিযোগে আনিলা উল্লেখ করেন, তার পেটে থাকা একটি সন্তানের জীবনও হুমকি দিয়ে নষ্ট করা হয়েছে।

এ ব্যাপারে সহায়তার জন্য শ্বশুর-শাশুড়ির কাছে গেলে তারা সংসার চালানোর পরিবর্তে সময় থাকতে চলে যেতে বলেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করলে আনিলার স্বামী তাদের ওপর ক্ষুব্ধ হয়ে হুমকি দেন। অভিযোগে আনিলা আরও জানান, তার স্বামী তাকে বারবার তালাক দিয়ে দেয়ার ভয় দেখিয়ে যৌতুক ও ব্যবসার নামে ৫ লাখ টাকা আদায় করেছেন। এরমধ্যে, তিনি থানায় অভিযোগ করায় তার ওপর অত্যাচার আরও বেড়ে যায় এবং অভিযোগ তুলতে মানসিকভাবে চাপে রাখা হয়।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, আনিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।