জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবদুর রহিম'র ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (শনিবার) বিকালে সোনাগাজী প্রেসক্লাব'র আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন'র সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, গাজী হানিফ, আফতাব হোসেন মমিন, জহিরুল হক খান, সহ সভাপতি নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ মোল্লা ইলিয়াছ, প্রচার সম্পাদক আবদুর রহিম রুবেল, নির্বাহী সদস্য কামাল উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রহিম'র ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।