ফেনীর সোনাগাজী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাঘাট ঝুকিপূর্ণ হওয়ায় যান চলাচল ও জনসাধারনের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত হওয়া ডাকবাংলা বখতারমুন্সী মঙ্গলকান্দি ইউনিয়নের এই সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে আসে মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদল।
মঙ্গলবার ডাকবাংলা হতে বখতারমুন্সী বাজার পর্যন্ত সড়কটি সংস্কার করে মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। খানাখন্দে ভরা এ সড়কটি ইট-বালু দিয়ে চলাচল উপযোগী করে তোলে এ সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হারুন রশীদ মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আরমান, সহ ছাত্রদলের একাধিক নেতাকর্মীরা
এসময় ছাত্রদল নেতারা বলেন, ডাকবাংলা থেকে বখতারমুন্সী বাজার পর্যন্ত সড়কটি বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে নাজেহাল হয়ে যায়। ভাঙ্গা সড়কে চলাচল করতে গিয়ে অনেক অটোরিক্সা উল্টে গিয়েছে। এজন্য মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে। ছাত্রদল নেতারা আরো বলেন, নিজেদের বিবেকের তাড়নায় মানুষের কষ্ট লাগবে এই সড়কটি সংস্কারের কাজ করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।