সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


মহাদেবপুরে দিনকে দিন বাড়ছে আদা চাষ, লাভবান হচ্ছে কৃষক

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-18 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 9
সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে আদা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভজনক হওয়ায় কৃষকরা আদা চাষের দিকে বেশি ঝুঁকছে। এতে দিনকে দিন এ উপজেলায় আদা চাষের পরিধিও বাড়ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, 'উপজেলায় এ বছর ১০ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে।'

শিবরামপুর গ্রামের আদা চাষী মওলানা জাকারিয়া হোসেন জানান, 'গত বছর তিনি ১৩ শতক জমিতে আদা চাষ করে প্রায় ১ লক্ষ টাকা লাভ করেছেন। তিনি এবারও ১৩ শতক জমিতে আদা চাষ করেছেন। এ আদা চাষ করতে তার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পরিমাণ জমি থেকে তার ১ লক্ষ ২০ হাজার টাকার আদা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।'

মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ বলেন,'এ উপজেলায় মসলা জাতীয় ফসল আদা চাষে কৃষকদের বিভিন্ন ধরণের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আদা চাষ করে কৃষকরা অনেক লাভবান হচ্ছেন।'