ফেনীতে এক বাসযাত্রীর জুতার ভেতর মিলল স্বর্ণের বার। অভিনব কৌশলে পাচারকালে ১ হাজার ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।তার নাম দ্বীজেন ধর (৩৯)।
রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। আটক দ্বীজেন ধর চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বনিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে।