চকবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে যুবদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চট্টগ্রাম, ১৯ নভেম্বর: চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। সোমবার রাত ২টায় এই কর্মসূচির নেতৃত্ব দেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ।
মিছিলটি চকবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন নগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যেমন নাছির উদ্দীন, জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম, জাবেদুল হক, ইসমাইল হোসেন লেদু, মো: সোহেল, রিদুয়ানুল হক রিদু, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো: রায়হান, মো: জাহেদ, শহিদুল করিম শহিদ, জিসান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সমাবেশে বক্তব্যে এমদাদুল হক বাদশাহ বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের আধারে সিঁধেল চোরের ভূমিকা পালন করতে চেয়েছিল। কিন্তু যুবদলের সতর্ক অবস্থানের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনার সব ষড়যন্ত্র অতিক্রম করে দেশের মানুষ বিজয় অর্জন করেছে। ঐক্যের মাধ্যমে ভবিষ্যতেও এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।"
তিনি আরও জানান, "সারা রাত যুবদল সতর্ক অবস্থানে রয়েছে, যেন শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা প্রতিহত করা যায়। নিষিদ্ধ সংগঠনটির জায়গা এই দেশের মাটিতে হবে না।"
মিছিল শেষে যুবদল নেতা-কর্মীরা দলবদ্ধভাবে সতর্ক পাহারা অব্যাহত রাখার ঘোষণা দেন।