সোনাগাজীতে হয়রানির অভিযোগে মোশারফ হোসেন নামে এক সৌদি আরব প্রবাসী বাংলাদেশি মঙ্গলবার দুপুরে সোনাগাজী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে মোশারফ হোসেন অভিযোগ করেন, মতিগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন স্থানে ৬৫ শতক জমি ক্রয় করে একাংশে পাঁচতলা একটি ভবন নির্মাণ করেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী বখতেয়ার চৌধুরী, আলী মেম্বার, সাদ্দাম ও এমরানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে নানাভাবে হয়রানি করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, "সৌদি আরবে কঠোর পরিশ্রম করে উপার্জিত টাকায় গ্রামের বাড়িতে একটি ভবন নির্মাণ করেছি। কিন্তু দুর্বৃত্তরা আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে। তাদের হুমকি ও হয়রানির কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
মোশারফ হোসেন জানান, বর্তমানে তিনি এতটাই অসহায় হয়ে পড়েছেন যে, সাংবাদিকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।