শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


সোনাগাজীতে ২০৩০ পিস ইয়াবাসহ একজন আটক

Shariful Islam

Updated 24-Nov-22 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 135

২০৩০ (দুই হাজার ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, মহোদয়ের দিক নির্দেশনায় সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব তাসলিম হুসাইন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুজ্জামান মহোদয় এঁর তত্ত্বাবধানে এসআই/কাজী হাছান উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন স্পেশাল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ০৬নং চর চান্দিয়া ইউনিয়নের চর চান্দিয়া সাকিনস্থ জমাদার বাজার উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক নুরুল হকের পরিত্যক্ত টিনের ঘরের ভিতর হইতে ২০৩০ (দুই হাজার ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ নূরুল আলম (৫০), পিতা- মৃত কালা মিয়া, মাতা- মৃত গুরা বিবি, ঠিকানা: স্থায়ী: সাং- উলুচামারী (হানিফের বাড়ী), ০৬নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে হাতেনাতে ধৃত করেন। 

পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।