সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-22 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 65

নওগাঁ জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে আয়োজিত "ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগ-২০২৪" (টিএসপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় ত্রিমোহনী স্কুল মাঠে শর্ট পিচ ক্রিকেটের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১৪ বছর পর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি ঘরোয়া পরিবেশে উচ্ছ্বাসপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।


ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী প্রবীর কুমার পালের সভাপতিত্বে আয়োজনটি শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন রানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম।

উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান বাবু এবং ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মুত্তালিব।


বিজয়ী দল হিসেবে ট্রফি জিতে নেয় "ত্রিমোহনী হান্টার বয়েজ-২০২১"। খেলা শেষে পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ এবং প্রাক্তন শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য ডুয়েটে চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ত্রিমোহনী প্রিমিয়ার লীগের মাধ্যমে মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে প্রাক্তন শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। স্থানীয় মানুষ ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ত্রিমোহনী প্রিমিয়ার লীগ-২০২৪ এর সফল আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও সমাজসেবামূলক কাজের অনুপ্রেরণা পেয়েছে।