সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁয় পুলিশের অভিযানে ডাকাত চক্রের ৭সদস্য গ্রেফতার

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-23 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 73

নওগাঁ শহরের দুটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের চিহ্নিত ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চালিয়ে আশুলিয়া, নাটোর, সিংড়া ও নওগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার(২৩নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান বলেন, গত ১৮ ও ২৯ সেপ্টম্বর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে নওগাঁ শহরের কালিতলা ও বাঙ্গাবাড়িয়া মহল্লায় পৃথক দুটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় নওগাঁ সদর থানায় পৃথক দুটি মামলা হয়।মামলার তদন্তকারী অফিসার যথাক্রমে এসআই সাব্বির আরাফাত জনি ও এসআই রাশেদ খান তদন্তকালে জানতে পারেন যে, একই ডাকাত দল দুইটি ডাকাতির ঘটনার সাথে জড়িত। এরপর নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিনের নেতৃত্বে আসামি গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। 

অভিযান চালিয়ে পুলিশ সম্প্রতি ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে চিহ্নিত ডাকাত সদস্য মাহাবুব মন্ডল ও নাটোরের সিংড়া থানা এলাকা থেকে চিহ্নিত ডাকাত সদস্য ইছব হোসেনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার হলে ডাকাতির সাথে তাদের সম্পৃক্ততার তথ্য বেড়িয়ে আসে। এরপর শুক্রবার গভীর রাতে গাজিপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হতে ডাকাতদলের নেতা মিন্টু, নওগাঁ শহরের ইদুর বটতলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ডাকাত রাব্বানী রানাকে গ্রেফতার করে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান আরো বলেন, 'আটককৃত ডাকাত সদস্যরা নওগাঁ, নাটোর ও গাজীপুর এলাকার বাসিন্দা। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। গ্রেফতারের পর আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে লুন্ঠিত মালামাল উদ্ধারে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।'