সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-27 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 61
ছবি
ছবি

চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এ জানাজায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে আইনজীবী নেতারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

প্রথম জানাজা শেষে মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজায় উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নাগরিক কমিটির সদস্য সারজিস আলম।

সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরবর্তীতে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের লালদীঘি এলাকায় সংঘর্ষের ঘটনায় ইস্কনের অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। জানা যায়, সংঘর্ষটি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে ঘটে। সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়।

পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ করছে বলে জানিয়েছে।