সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


চট্টগ্রামে পরিচ্ছন্ন নগর গড়তে তার সরানোর উদ্যোগ: মেয়র শাহাদাত

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-29 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 57
ছবি
ছবি

চট্টগ্রাম নগরীতে পরিচ্ছন্নতার ভাব আনতে ঝুলে থাকা তারগুলো সরিয়ে রাস্তার নিচে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এ উদ্যোগে শহর পরিচ্ছন্ন ও নিরাপদ হবে।

বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের উত্তর চান্দগাঁও চৌধুরী পাড়ায় শরীফ খান স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপি নেতা মরহুম শরীফ খানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইফতেখার হোসেন খান আজাদ এবং পরিচালনা করেন নুরুল আফছার।

মেয়র জানান, শরীফ খানের স্মরণে তাঁর বাড়ির রাস্তার নামকরণ করা হবে "শরীফ খান রোড"। এছাড়া চসিকের পরিচ্ছন্নকর্মীদের কার্যক্রম মনিটরিংয়ে জনগণের সহযোগিতা চান তিনি।

মেয়র আরও বলেন, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রকল্পের মাধ্যমে জৈব সার, বিদ্যুৎ ও বায়ু গ্যাস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে দুই বছর সময় লাগবে।

বিশেষ অতিথি আবু সুফিয়ান বলেন, শরীফ খান ছিলেন দলের নিবেদিতপ্রাণ নেতা। তাঁর অবদান চট্টগ্রামের বিএনপি রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।