কক্সবাজারের টেকনাফে সপ্তম শ্রেণির ছাত্র তৌসিফুল করিম রাফিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার রাতে হ্নীলা দরগাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রাফির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং ৪০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন দাবি করেন, রাফি তার বাবা রেজাউল করিমের নির্দেশে নুরুল আমিনের বাড়ির পেছনে অস্ত্র মজুদ করতে যাচ্ছিল। রেজাউল করিম চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। শিশুকে আদালতে তোলার পর তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, রাফির পরিবারের দাবি, তাকে মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসানো হয়েছে। পরিবারের অভিযোগ, রাফির বাবা যদি অপরাধী হয়, তবে শিশুকে কেন আটক করা হলো।
স্থানীয় প্রবাসীর স্ত্রী সাফিদা অভিযোগ করেন, পুলিশ তাদের বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়েছে, যা ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় তীব্র সমালোচনা চলছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, পিতার অপরাধে কেন একটি মেধাবী শিশুকে শাস্তি পেতে হবে। স্কুল কর্তৃপক্ষও রাফির মেধার প্রশংসা করে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।