সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ঘরে ফিরবেন আজ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Nov-30 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 43
ছবি
ছবি

চট্রগ্রামের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক তিনবারের সফল মন্ত্রী , চট্রলবীর, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবদুল্লাহ আল নোমান আজ শনিবার চট্রগ্রাম আসবেন।

ঢাকা থেকে বিমান যোগে রওনা করে তিনি বিকাল ৫টা ২০ মিনিটে চট্রগ্রাম বিমান বন্দরে অবতরণ করবেন। বিমান বন্দর থেকে তিনি নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারের বাসার উদ্দেশ্যে রওনা করবেন এবং বাসায় পৌছে বিএনপি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করবেন।

তিনি ১ ডিসেম্বর, রবিবার বিকাল ৩টায় নগরীর  নাসিমন ভবনস্হ বিএনপি কার্যালয় চত্বরে চট্রগ্রাম ১০ নির্বাচনী এলাকার আওতাধীন বিএনপি ও অংগসংগঠন সমুহের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। উক্ত কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে  উদাত্ত আহবান জানাচ্ছি।