রবিবার   অক্টোবর ২৬ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


রাণীনগরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-01 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 145

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি আমন মৌসুমে রাণীনগর উপজেলায় চুক্তিবদ্ধ ৩৩ জন মিলারের কাছ থেকে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা দরে ৭৮৮ মেট্রিক টন সংগ্রহ করা হবে। পাশাপাশি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে ১২৯৯ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, এবং উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক খাঁন প্রমুখ।

এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষক ও মিলারদের উপকৃত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।