মেহেরপুর শহরের কলেজ মোড়ে ইয়ারুল হোটেলে মানহীন গরুর মাংস পরিবেশনের অভিযোগ তোলায় সাংবাদিক সোহান রেজাকে হত্যার হুমকি দিয়েছে হোটেল মালিক ইয়ারুল ইসলাম। আজ রবিবার দুপুরের দিকে এঘটনা ঘটে। এবিষয়ে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাংবাদিক সোহান রেজা বলেন, আজ রবিবার দুপুরে মেহেরপুর শহরের কলেজ মোড়ে ইরুল হোটেলে আমি ও আমার এক আত্মিয়কে নিয়ে খেতে যায়। আমারা ভাত ও গরুর মাংসর অডার করি। আমাদের নি¤œমানের বাসি মাংস খেতে দেয়। আমরা মাংসটা পরিবর্তন করে দিতে বলি। দোকানের বয় বিষয়টা দোকান মালিককে জানায়। এরপর দোকান মালিক ইয়ারুল ইসলাম রাগন্মিত হয়ে আমাদের গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে ইয়ারুল ইসলাম আমকে বিভিন্ন ভয়ভিত্তি প্রদর্শন করে। একপর্যায় দোকানে রান্নার খুনতি দিয়ে হত্যা করার জন্য ছুটে আসে। সে সময় হোটেলের অন্যান্য কাস্টমাররা আামাদের উদ্ধার করে সেখান থেকে বের করে দেয়।
দোকান মালিক ইয়ারুল জানান, সোহানের একটি চক্র রয়েছে। এই চক্র আমার বিরুদ্ধে মরা গরুর মাংশ বিক্রির অভিযোগে নিউজ করেছিলে। আমার ব্যবসা ধ্বংশ হয়ে গিয়েছিলো । ওদের কোন ছাড় নেই।
মেহেরপুর সদর থানার ওসি আমান আল বাড়ী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষলে মেহেরপুর সদও থানায় একটি জিডি হয়েছে যার নং ৩৭। ঘটনা তদন্ত কওে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ২২ সালের নভেম্বর মাসে রোগাক্রান্ত মরা গরুর মাংস বিক্রির দায়ে শহরের কলেজ মোড় এলাকার জনপ্রিয় ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ইসলাম ও তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করে নিরাপদ খাদ্য অধিদপ্তর। বিষয়টি তখন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এরপর থেকে কোন সাংবাদিক তার হোটেলে গেলে তাকে হেস্তনেস্ত করা হয়।