সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


তজুমদ্দিনে ইয়াবাসহ আটক পাঁচজন

খন্দকার নিরব

Updated 24-Dec-02 /   |   তজুমুদ্দিন (ভোলা) উপজেলা প্রতিনিধি   Read : 40

ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা জমাদার বাড়ি এলাকার আরিফের মাছের ঘেরের টংঘর থেকে তাদের আটক করা হয়েছে।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে ৫ জনকে একটি মাছের ঘেরের টং ঘর থেকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা টেবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বকর সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে মামলা নং ০১। আটককৃত আসামিরা হলো, শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ সিরাজ (৩৫), নুরুজ্জামানের ছেলে তাজুল (২৯), তোফাজ্জলের ছেলে মোঃ আকতার (২৪), উত্তর চাচড়া ৪নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোঃ আরিফ (১৯), লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোঃ তামিম (১৯)।